ঢাকা কলেজ ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ‘ব্যবসায় শিক্ষা’ এবং ‘বিজ্ঞান’ অনুষদের অধীনে ১৯টি বিভাগ রয়েছে। ঢাকা কলেজে ১৯টি বিভাগেই স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু আছে। তার মধ্যে অর্থনীতি বিভাগ ‘সামাজিক বিজ্ঞান’ অনুষদের অধীনে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু আছে এমন একটি বিভাগ। এটি মূল ভবনের দ্বিতীয় তলার উত্তর- পূর্ব দিকে অবস্থিত! ঢাকা কলেজ,অর্থনীতি বিভাগ এর যাত্রা শুরু হয় প্রথমে প্রিলিমিনারী মাস্টার্স কোর্স খোলার মাধ্যমে। অর্থনীতি বিষয়ে প্রিলিমিনারী মাস্টার্স কোর্স খোলা হয় অর্থনীতির সম্মাননীয় ও মেধাবী শিক্ষক সুরমা চৌধুরী’র ঐকান্তিক প্রচেষ্টায়। ঐ সময়ে স্বতন্ত্রভাবে অর্থনীতি বিভাগের যাত্রা শুরু হলে ১৯ নভেম্বর ১৯৯৬ খ্রিস্টাব্দে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পান প্রফেসর মো. হাবিবুর রহমান কাবিলী।অর্থনীতি বিভাগের প্রথম বিভাগীয় প্রধান হিসেবে তিনি ১৯৯৭ সালের ১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর অর্থনীতি বিভাগের দ্বিতীয় বিভাগীয় প্রধান হিসেবে নিয়েোগপ্রাপ্ত হন বোর্ডস্ট্যান্ডধারী মেধাবী শিক্ষক প্রফেসর ইউ এস জেড সুলতানা বেগম ১০ অক্টোবর, ১৯৯৭ খ্রিষ্টাব্দে ।এই কর্মদক্ষ ও মেধাবী বিভাগীয় প্রধানের নেতৃত্বে “সামাজিক বিজ্ঞান “ অনুষদের অধীনে অর্থনীতি বিভাগ স্নাতক( সম্মান) কোর্স খোলা হয়(১৯৯৮ – ১৯৯৯) শিক্ষাবর্ষে। স্নাতক(সম্মান)এর প্রথম ব্যাচ (১৯৯৮-১৯৯৯) এর ধারাবাহিতায় বর্তমানে বাইশতম ব্যাচ (২০১৯-২০২০)শিক্ষাবর্ষ চলমান আছে।একইভাবে পর্যায়ক্রমে পরবর্তীতে মাস্টার্স শেষপর্ব কোর্স চালু হয়। অর্থনীতি বিভাগের যাত্রা শুরু থেকেই প্রথিতযশা, মেধাবী ও কর্মদক্ষ অর্থনীতির শিক্ষকবৃন্দ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। উপরিউক্ত বিভাগীয় প্রধান ব্যতীত বিভাগীয় প্রধান হিসেবে যাঁদের নাম প্রণিধানযোগ্য; তাঁরা প্রধান হচ্ছেন – প্রফেসর আনিসুর রহমান, প্রফেসর লুৎফা বেগম চৌধুরী, প্রফেসর মনতোষ চক্রবর্তী, প্রফেসর সুরমা চৌধুরী, সৈয়দা মোশফেকা ইসলাম, প্রফেসর ডঃ কোহিনুর বেগম, প্রফেসর সৈয়দ ফাতেমা-তাজ যহরা, প্রফেসর মমতাজ বেগম,পারভীন আক্তার জাহান, প্রফেসর রোকসানা আলম কাদরী, প্রফেসর লায়লা আরজুমান্দ বানু, প্রফেসর আঞ্জুমান আরা বেগম, প্রফেসর শামিম আরা বেগম। বর্তমানে অর্থনীতি বিভাগের ২২তম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বপালন করছেন – অর্থনীতির মেধাবী শিক্ষক প্রফেসর পারভীন সুলতানা হায়দার। ঢাকা কলেজ, অর্থনীতি বিভাগ এর মেধাবী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক বিসিএস ক্যাডার অফিসার, প্রতিষ্ঠিত সাংবাদিক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যাংকার ও শিল্পপতি! সবসময়ই মেধাবী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সমন্বয়ে অর্থনীতি বিভাগ ঢাকা কলেজের একটি প্রথম সারির বিভাগ হিসেবে সুনামের সাথে অগ্রযাত্রা বজায় রেখেছে।