১৮৪১ সালের প্রতিষ্ঠিত ঢাকা কলেজের প্রাচীনতম বিভাগুলোর মধ্যে অন্যতম হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের নাম উল্লেখযোগ্য। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ বিভাগটি ঢাকা কলেজের মূলভবনের একতলার উত্তর প্রান্তে অবস্থিত। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট থেকে অনার্স, মাষ্টার্স কোর্স চালু থাকলেও প্রানিবিদ্যা বিষয়টি তখন শুধু ইন্টারমিডিয়েটেই পড়ানো হত। ১৯৭২ সালে এ বিভাগে অনার্স কোর্স চালু হয়। এখান থেকে অনার্স এ উত্তীর্ণ হবার পর ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রী গ্রহণ করত। কিন্তু ১৯৮৫ তে ঢাকা বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এ ছাত্র ভর্তি বন্ধ করে দিলে এ বিভাগে মাষ্টার্স কোর্স চালু হয়। তখন বিভাগে শিক্ষক ছিলেন মাত্র ৫জন, যা আজ ১২ জনে এসে পৌঁছেছে। বর্তমানে ঢাকা কলেজের এ বিভাগে প্রায় এক হাজার ছাত্র অধ্যয়নরত রয়েছে। বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন অধ্যাপক শরীফা সুলতানা। এ বিভাগ হতে চার মেয়াদী অনার্স ও এক বছর মেয়াদী মাষ্টার্স ডিগ্রী প্রদান করা হয়, যা মলূ ত ঢাকা বিশ্ববিদ্যালয় তত্বাবধায়নে প্রদান করা। বর্তমানে ১ম বর্ষ অনার্সে ছাত্রদের আসন সংখ্যা: ১৫০। এই বিভাগে শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠ সহায়ক হিসেবে প্রায় ১৫০০ পুস্তক সম্বলিত সেমিনার লাইব্রেরী ও সম্মৃদ্ধ দুটি ল্যাবরেটরী রয়েছে। পাঁচটি কক্ষ ও একটি গ্যালারীতে বিভাগের সম্মান বিভিন্ন বর্ষের ও স্নাতোকোত্তর শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হয়। শ্রেণীকক্ষ ছাড়াও বিভাগে-বিভাগীয় প্রধান ও শিক্ষকদের জন ̈ একটি করে কক্ষ এবং রান্নাঘর ও নামাজের কক্ষের সুব ̈ব্যাবস্থা রয়েছে। একটি স্টোর রুম ও এ বিভাগের আওতাধীন আছে। চার বছর মেয়াদী অনার্স কোর্সে- প্রাণী বৈচিত্র্য, প্রানী শ্রেণীবিন্যাস, জীনতত্ব ও অভিব্যাক্তিবিদ্যা , প্রত্নতত্বজীববিদ্যা, শারীরবিদ্যা, ভ্রণবিদ্যা, প্রাণীর বর্ধন ও জীবন ইতিহাস,প্রাণীভূগোল, জীন প্রকৌশল ও জৈব প্রযুক্তি, অণুজীববিদ্যা, পরজীবিবিদ্যা, প্রাণী আচরণ, বণ্য প্রাণীবিদ্যা, কীটতত্ব, মাৎসবিদ্যা সহ আরও কিছু পাঠদান করানো হয়।